উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জঙ্গি সংগঠনের প্রধানসহ আটক-২
মোঃ আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি ঃ
Update Time :
সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ দুই জঙ্গিকে আটক করেছে র্যাব-১৫।গতকাল সোমবার (২৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫।কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক(ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে অভিযান শুরু করেন কক্সবাজার র্যাব-১৫।
এ সময় র্যাবের উপস্থিতিতে টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টাগুলি চালায়।এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া’র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলা-বারুদসহ আটক করে র্যাব।