জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ আয়োজন সহ বিভিন্ন সময় জাতীয় পর্যায়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আইএফআইসি ব্যাংক-কে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ মোঃ মঈনউদ্দীন ও জনাব গীতাঙ্ক দেবদীপ দত্ত এর কাছে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন।
দেশের যুবসমাজকে স্বাস্থ্যসম্মত জীবনধারায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আয়োজনে ফুল ও হাফ ম্যারাথন ক্যাটাগরিতে দেশ-বিদেশের মোট ২১৬৩ জন দৌড়বিদ অংশ গ্রহণ করেন। ।