কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে গত রবিবার (২২ জানুয়ারি)রাতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা মোহাম্মদ আলম (৬৫) খুন হওয়ার ঘটনা ঘটেছে।তিনি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া জানান, গত রবিবার রাত সাড়ে দশটায় ছেলে শহীদুল্লাহ মদ্যপ অবস্থায় বাড়িতে এলে পিতা তাকে বাড়িতে প্রবেশে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে পিতা মোহাম্মদ আলম মাটিতে লুটিয়ে পড়ে ।পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংকরোড মেরিন সিটি হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পিতা হত্যায় অভিযুক্ত শহীদুল্লাহর বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের উপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআনোয়ারুল হোসাইন জানান,এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।