অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণের পর থেকে নির্বাচন নিয়ে কিছুটা নরম সুরে থাকলেও, গত কদিন ধরে ভোটের দিন-তারিখ ঘোষণার জোরালো দাবি তুলছে বিএনপি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ক্ষমতা নয়, চায় সুষ্ঠু নির্বাচন।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশে এমন ভয়াবহ অবস্থা তৈরি করেছিল যে, তাদের পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিলো না। দেশে এখন প্রধান সমস্যা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা।
বিএনপি কারও কাছে ক্ষমতা চায় না জানিয়ে দুদু বলেন, বিএনপি ও বেগম খালেদা জিয়াকে ঠেকানোর চেষ্টা হয়েছে বার বার। বিএনপি কারও কাছে ক্ষমতা চায় না। একটি সুষ্ঠু নির্বাচন চায়। আপনারা দিন তারিখ-দেন, ভালো নির্বাচন কীভাবে করতে হবে দেশবাসী তা জানে।
দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে ভালো দৃষ্টান্ত স্থাপন করার আহ্বানও জানান এ নেতা।