১৭ই অক্টোবর বৃহস্পতিবার বগুড়ার গাবতলী কাগইল হাইস্কুল কক্ষে ইনসেপ্টা বাংলাদেশ লিঃ আয়োজনে পোলট্রি খামারিদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেসার্স নায়িমা পোল্ট্রি ফিড এন্ড চিকস এর ডিলার (সিপি) নাহার, প্রোপাইটারঃ মোঃ নাহিদুর রহমান সাগর এর সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড অ্যানিমেশন হেলথ ডিভিশন এর রিজিওনাল ম্যানেজার (আরএম) মোঃ রোমান কবির। আরো বক্তব্য রাখেন পোল্ট্রি খামারি শফিকুল ইসলাম, আতাউর রহমান, রতন কুমার, শান্ত কুমার, আবু মুসা বাবুল, রাকিবুল হাসান, আবু সাঈদ, তারেক রহমান,, মিনারুল ইসলাম, ইদ্রিস আলী, রুবিয়া বেগম, নিশা বেগম, সাহিদা বেগম, রাজীব মিয়া, ফরহাদ হোসেন, ধলু মিয়া, সিরাজুল ইসলাম, রিপন মিয়া, শাকিল আহমেদ, মিল্লাত রহমান প্রমূখ।
সেমিনারে দুই শতাধিক খামারি অংশ নেন। শেষে ৮জন আদর্শ পোলট্রি খামারিকে পুরস্কার প্রদান করা হয়।