সকল বৈষম্য বিলোপ করে ইসলামি আদর্শে সত্যিকারের মানবিক সমাজ গড়তে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ । যে সমাজে নারীদের উপর কোন অত্যাচার হবে না, ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিতে হবে না, যুবসমাজ বেকার থাকবে না। – মাগুরার ভায়নার মোড়ে বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকালে পথসভায় জামায়াতের আমির ড.শফিকুর রহমান প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।
ঢাকা থেকে ঝিনাইদহে জনসভার উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে নয়টায় মাগুরা পৌঁছান ড, শফিক। সেখানে দলের হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। দলীয় নেতাকর্মী শহরের ভায়নার মোড়ে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এ সময় জেলা জামায়াতের আমির এমবি বাকের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পথসভায় বক্তব্য দেন তিনি।
বক্তব্যে জামায়াতের আমির দীর্ঘ ষোল বছর তাদের দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থন নিয়ে জামায়াত একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চায়। সমাবেশ শেষে তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে মাগুরা ত্যাগ করেন।