গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসিআই মটরস্ লিমিটেড কোম্পানির আয়োজনে সোনালীকা মটরস সার্ভিসিং ডে-২০২৪ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার উপজেলার শোভাগঞ্জ বাংলালিংক টাওয়ার সংলগ্ন ইট ভাটা ময়দানে স্থানীয় ডিলার আব্দুল গফুর এর নেতৃত্বে ও মার্কেটিং অফিসার হুমায়ূন কবীরের সঞ্চালনায় দিন ব্যাপি সোনালীকা মটরস্/ট্রাক্টরের বার্ষিক ফ্রি সার্ভিসিং সেবা ও ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ট্রাক্টর মালিক, ড্রাইভার, স্টাফ, স্বত্বাধীকারি ও স্থানীয় সুধীজনের অংশগ্রহনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসিআই কোম্পানির এরিয়া ম্যানেজার তোতা মিয়া, রিকোভারি এরিয়া ম্যানেজার মোঃ মশিউর রহমান, সার্ভিসিং ইঞ্জিনিয়ার মোঃ জোবায়ের খান ও নাইমুর ইসলাম, সিনিয়র মার্কেটিং অফিসার রাকিবুল ইসলাম প্রমূখ।
দিনব্যাপি সার্ভিসিং ও মতবিনিময় সভা উপলক্ষে কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দিক নির্দেশনা মূলক প্রদর্শনী বুথ স্থাপন করা হয়। স্থাপিত বুথ গুলোর মধ্যে পার্টস্ প্রদর্শনী, রেজিষ্ট্রশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ, অনুসন্ধান বুথ, নতুন ট্রাক্ট্রর বিক্রয় সংক্রান্ত তথ্য বুথ উল্লেখযোগ্য। এছাড়াও চালক ও মালিকদের জন্য বিনোদন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের খেলাধুলা র্যাফেল ড্র, পুরষ্কার বিতরন সহ নানা ধরনের কার্যক্রম প্রদর্শিত হয়। ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং সেবা (বিনামূল্যে) হিসেবে ১১০ টি গাড়ি সার্ভিসিং করানো হয়।