গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহম্মেদকে নির্দোষ দাবি করে তার পক্ষে মানবন্ধন করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার সকালে উপজেলার সফিপুর বাজারে ওই বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বিএনপির নেতা সাইজউদ্দিন আহম্মেদের নামে জমি দখল ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টালসহ কয়েকটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ওই সংবাদ মিথ্যা, ভিত্তিহীন দাবী ও এর প্রতিবাদে সকালে মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
এসময় তারা জানিয়েছেন, ওই নেতাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হয়রানি করতে ষড়যন্ত্রমুলক ভাবে তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন ফ্যাসিবাদের দোসররা। তারা গোপনে দীর্ঘদিনের কামানো অবৈধ টাকা ছড়িয়ে বিএনপির বদনাম করার চেষ্টা করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোতালেব হোসেন, বাজার কমিটির সদস্য ফজলুর রহমান, বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ, আওয়াল মোল্লা, মো. শাহ আলম ও সফিকুল ইসলামসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- সফিপুর বাজার সমিতির সদস্য, ব্যবসায়ীসহ শত শত মানুষ।