বাংলাদেশের সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা পুরুষেদের সর্বোচ্চ ৩৫ বছর এবং নারীদের ৩৭ বছর বয়সের প্রস্তাব দেওয়া হয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত। এরই প্রতিবাদে আজ ১৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে বিকাল ৫ ঘটিকায় ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় রাজু ভাস্কর্যের সামনে ইন্টারন্যাশনাল মেনস্ রাইটস ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে ইন্টারন্যাশনাল মেনস্ রাইটস ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মাজেদ ইবনে আজাদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের মৌলিক অধিকারসমূহে ২৮(২) অনুচ্ছেদে নারী পুরুষের সমঅধিকারের কথা বলা হয়েছে এবং ২৯ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের ক্ষেত্রে সকল নাগরিকের জন্যে সুযোগের সমতার কথা বলা হয়েছে। কিন্তু যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে পুরুষদের অধিকার হরন ও পুরুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এমন বৈষম্য মোটেও কাম্য নয়। বয়স যেটাই নির্ধারিত হোক তা যেন লিঙ্গ নিরপেক্ষতায় সমান থাকে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পুরুষ অধিকার ফাউন্ডেশন একটি পুরুষ অধিকারে জাগ্রত সংগঠন। সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা উল্লেখ থাকিলেও লিঙ্গ বৈষম্যতায় যে কোন ঘটনায় নারীকে সহানুভূতিশীল আচরণে এবং পুরুষকে কঠিনভাবে অপরাধী আক্রোশ চোখে দেখা হয়। সে জন্যে লিঙ্গ বৈষম্যতায় পুরুষের উপর চাপিয়ে দেওয়া যে কোন ইস্যুকে পুরুষরা সহজে সাহস করে বলার সাহস পায় না।
এছাড়া সংগঠনের মহাসচিব – ইয়াসিন বলেন, পুরুষদের অধিকার হরন করে সমাজে পুরুষদের কোনঠাসা করা হচ্ছে। পুরুষদের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত সমাজের কাঠামো গঠন ও উন্নত করা সম্ভব নয়।
উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন- প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ সালমান ফারুক, সদস্য জামিল সরকার রবিন, সদস্য অদ্বিত কান্তি রাউৎ, আরও উপস্থিত ছিলেন (বাউবি) ঢাকা কলেজ শাখার আহ্বায়ক মোঃ শান্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সর্বোপরি বাংলাদেশের সামাজিক এবং প্রচলিত আইনের লিঙ্গ বৈষম্যপূর্ন আইনের সংশোধনের মাধ্যমে বৈষম্য দূর করে লিঙ্গ নিরপেক্ষ আইনের প্রয়োগ যুগোপযোগি করে তোলা আবশ্যক।