Dhaka ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
দীপ্ত টিভিতে

তুর্কি ধারাবাহিক ‘ভালোবাসা ফিরে এলো’

দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন’ যার বাংলা নাম দেয়া হয়েছে ‘ভালোবাসা ফিরে এলো’। প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৮টা ৩০মিনিটে।

একদিকে অ্যারতান অন্যদিকে ভাহিত যেন বিষিয়ে তুলেছে যেইনেপ আর মেরিয়েমের জীবন কোনোভাবেই ওদের হাত থেকে পরিত্রাণ পাচ্ছে না। ভাহিত মেরিয়েমের কোম্পানিটা ওর নামে লিখে দেওয়ার শর্তে ওদের জীবন থেকে চলে যাওয়ার কথা দেয়। কিন্তু মেরিয়েম কোনোভাবেই ওর ব্যপারে নিশ্চিন্ত হতে পারে না। শেভকেত তাই পথের কাঁটা দূর করার জন্য মেরিয়েমের অগোচরে ভাহিতকে কিডন্যাপ করে। একই সময়ে মেরিয়েমও অ্যারতানকে কিডন্যাপ করে বোটে নিয়ে আসে। দু’জন মুখোমুখি হয়। কী হবে এবার? ঘটনার ঠিক এ পর্যায়ে বাবা মাকে বোটের রুমে আটকে রেখে অ্যারতান ও ভাহিতকে নিয়ে পালিয়ে যায় ফাতিহ ও যেইনেপ। প্রতিটা পর্বেই এমন সব মজার ঘটনা ঘটতে থাকে। মজার এই পর্বগুলো দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।

চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকা: নাহিদ আখতার ইমু (যেইনেপ), মশিউর রহমান দিপু (ফাতিহ), মোর্শেদ সিদ্দিকী মরু (অ্যারতান), জয়শ্রী মজুমদার লতা (সেলিন), খায়রুল আলম হিমু (ওরহান), সাঈদ সুমন (শেভকেত), রুবাইয়া মাতিন গীতি (মুকাদ্দেস), অশোক কুমার বসাক (ফেহমি), শারমিন মৃত্তিকা (ফাদিক), শফিকুল ইসলাম (মেতে), মেরিনা মিতু (ইয়াদিগার), আইফের (এ্যাথিনা অরোরা তীর্থ), সজিব রায় (কামিল), মো. সাইফুল ইসলাম শিহাব (জেভাত), নাদিয়া ইশবাল(এলিফসু), অরূপ কুন্ডু (মুস্তাফা), শারমিন হায়াৎ দীপা (গুলসুম) এবং মির্জা জান্নাতুল আফরিন শ্রাবনী (ইরেম) ।

তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা।

‘ভালোবাসা ফিরে এলো’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মাতিন গীতি এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘’ভালোবাসা ফিরে এলো’ দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেসবুকে যে কোন সময় দেখতে পাবে ।

ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘তুমি আছো সবখানে‘ দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেসবুকে যে কোন সময় দেখতে পাবে ।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

রাজধানীতে গ্রেফতার ১৬৯, মামলা ৫৪

দীপ্ত টিভিতে

তুর্কি ধারাবাহিক ‘ভালোবাসা ফিরে এলো’

Update Time : ০২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন’ যার বাংলা নাম দেয়া হয়েছে ‘ভালোবাসা ফিরে এলো’। প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৮টা ৩০মিনিটে।

একদিকে অ্যারতান অন্যদিকে ভাহিত যেন বিষিয়ে তুলেছে যেইনেপ আর মেরিয়েমের জীবন কোনোভাবেই ওদের হাত থেকে পরিত্রাণ পাচ্ছে না। ভাহিত মেরিয়েমের কোম্পানিটা ওর নামে লিখে দেওয়ার শর্তে ওদের জীবন থেকে চলে যাওয়ার কথা দেয়। কিন্তু মেরিয়েম কোনোভাবেই ওর ব্যপারে নিশ্চিন্ত হতে পারে না। শেভকেত তাই পথের কাঁটা দূর করার জন্য মেরিয়েমের অগোচরে ভাহিতকে কিডন্যাপ করে। একই সময়ে মেরিয়েমও অ্যারতানকে কিডন্যাপ করে বোটে নিয়ে আসে। দু’জন মুখোমুখি হয়। কী হবে এবার? ঘটনার ঠিক এ পর্যায়ে বাবা মাকে বোটের রুমে আটকে রেখে অ্যারতান ও ভাহিতকে নিয়ে পালিয়ে যায় ফাতিহ ও যেইনেপ। প্রতিটা পর্বেই এমন সব মজার ঘটনা ঘটতে থাকে। মজার এই পর্বগুলো দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।

চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকা: নাহিদ আখতার ইমু (যেইনেপ), মশিউর রহমান দিপু (ফাতিহ), মোর্শেদ সিদ্দিকী মরু (অ্যারতান), জয়শ্রী মজুমদার লতা (সেলিন), খায়রুল আলম হিমু (ওরহান), সাঈদ সুমন (শেভকেত), রুবাইয়া মাতিন গীতি (মুকাদ্দেস), অশোক কুমার বসাক (ফেহমি), শারমিন মৃত্তিকা (ফাদিক), শফিকুল ইসলাম (মেতে), মেরিনা মিতু (ইয়াদিগার), আইফের (এ্যাথিনা অরোরা তীর্থ), সজিব রায় (কামিল), মো. সাইফুল ইসলাম শিহাব (জেভাত), নাদিয়া ইশবাল(এলিফসু), অরূপ কুন্ডু (মুস্তাফা), শারমিন হায়াৎ দীপা (গুলসুম) এবং মির্জা জান্নাতুল আফরিন শ্রাবনী (ইরেম) ।

তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা।

‘ভালোবাসা ফিরে এলো’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মাতিন গীতি এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘’ভালোবাসা ফিরে এলো’ দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেসবুকে যে কোন সময় দেখতে পাবে ।

ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘তুমি আছো সবখানে‘ দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেসবুকে যে কোন সময় দেখতে পাবে ।