Dhaka ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ হামলা চালায় ইসরায়েল বাহিনী। খবর আল জাজিরা

হামলার বিষয়টি নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত ৬ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী জাবালিয়ার আশপাশ ও গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। তাদের দাবি, ওই এলাকায় হামাসের সদস্যরা আবার জড়ো হওয়ার চেষ্টা করছেন। এজন্য তারা হামাসের সদস্যদের নির্মূলে হামলা হামলা চালাচ্ছেন।

জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, গতকাল রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। হামলায় এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ১ লাখ ফিলিস্তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩

জন দেখেছেন : ১০:৩৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ হামলা চালায় ইসরায়েল বাহিনী। খবর আল জাজিরা

হামলার বিষয়টি নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত ৬ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী জাবালিয়ার আশপাশ ও গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। তাদের দাবি, ওই এলাকায় হামাসের সদস্যরা আবার জড়ো হওয়ার চেষ্টা করছেন। এজন্য তারা হামাসের সদস্যদের নির্মূলে হামলা হামলা চালাচ্ছেন।

জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, গতকাল রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। হামলায় এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ১ লাখ ফিলিস্তিনি।