গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটিকাটা শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৮৯৯)’র অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধুমাইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।
দহবন্দ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাইদুল ইসলামের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবু হাসান নয়া মিয়া, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু।
সুন্দরগঞ্জ উপজেলা মাটিকাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম সরকার, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, গাইবান্ধা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল মতিন, দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনী, বেলকা ইউনিয়ন জামায়াতের আমির একেএম নাজমুল হুদা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জমশেদ আলী, প্রভাষক শাহজাহান মিয়া, রেজাউল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিগন উত্তর ধুমাইটারী তমিজের মোড়ে সুন্দরগঞ্জ উপজেলা মাটিকাটা শ্রমিক ইউনিয়নের (রেজিষ্ট্রেশন নং: ১৮৯৯) অফিস উদ্বোধন করেন।