ছাতকে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিসিবি মালামাল বিত্রিæর বাধা দেয়ার এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন উপজেলার নিবার্হী কর্মকতা ও সেনা বাহিনী ক্যাম্প বরাবরে আব্দুল মোমিন। দোলারবাজার ইউপির চেয়ারম্যান নূরুল আলম বাধা দেয়ার এ ঘটনায় ফেসে যাচ্ছেন। জানা য়ায,গত ১০ সেপ্টেম্বর সকালে ট্যাগ অফিসার সহ ডিলার দুইটি গাড়ি যোগে উল্লেখিত স্থান টিসিবি’র মালামাল নিয়ে প্রথমে মঈনপুর উপস্থিত হয়ে সুষ্ঠু ভাবে মালামাল সুবিধাভোগীদের মধ্যে বন্টন করে।
এখান থেকে বিকালে জাহিদপুর এলাকায় উপস্থিত হয়ে এবং উপকারভোগী লোকজনকে মালামাল সংগ্রহ করার জন্য মাইক যোগে প্রচার করে পুলিশ তদন্ত কেন্দ্রের উত্তর দিকের রাস্তার পার্শ্বে মালামাল বন্টনের একপর্যায়ে দোলারবাজার ইউপির চেয়ারম্যান নূরুল আলম ও ইউপি সদস্য আজির উদ্দিনের নেতৃত্বে সেখানে মালামাল সরবরাহের ক্ষেত্রে বাধা প্রদান করে।
এমনকি উপকারভোগীদেরকে গালি-গালাজ করে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে ডিলারের সঙ্গে খারাপ আচরন করে ও মারপিটের হুমকি দিয়ে এলাকা থেকে বিদায় করেছে। সেখানে এসব মালামাল সরবরাহ করিতে ব্যর্থ হওয়ার ফলে সরকারী প্রতিষ্ঠান টিসিবি’র ৯০০ প্যাকেজ মালামাল ডিলারের কাছে মওজুদ রয়েছে। এসব পন্যগুলো তড়িৎ সরবরাহ না করলে খাবারের অনুপযোগী হয়ে পড়বে এবং ডিলার মালামাল সরবরাহ করলে গেলে স্থানীয ইউপির চেয়ারম্যান নূরুল আলম ও ইউপি সদস্য আজির উদ্দিন বাধা,হামলার আশংকা রয়েছে।
এসব মালামাল বন্টনের জন্য ডিলারের নিয়োজিত লোকজন মজুরী সহ গাড়ি ভাড়া ইত্যাদি বাবদ ১৩ হাজার টাকা ব্যয় করে আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন। এঘটনায় দোলারবাজার ইউপির বারগোপী গ্রামের মৃত হাজী হাদিস আলী আব্দুল মোমিন (৪৫) বাদী হয়ে দোলার বাজার ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আলম ও ইউপি সদস্য আজির উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে উপজেলার নিবাহী কর্মকতা গোলাম মোস্তফা মুন্না এঅভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্তপুবর্ক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।