গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত গণসমাবেশ শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় শহরের উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুল হক নুর, সাবেক ভিপি, ডাকসু ও সভাপতি, গণঅধিকার পরিষদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নির্বাচনের পূর্বে সংস্কারের জন্য যতটুকু সময় ও সহযোগিতা প্রয়োজন আমরা বর্তমান সরকারকে দিতে চাই।
গণ অধিকার পরিষদ ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে। বর্তমান সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। হাসিনার পতন হয়েছে, জনগণের মুক্তি হয়েছে। সরকার পতনে রাজনৈতিক দলের কারোর একার কৃতিত্ব নেই। ড. ইউনুচ কে শেখ হাসিনা জেলে নিতে চেয়েছিলো। সে নিজেই জুতা রেখে পালিয়েছে। জেলা প্রশাসক, নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাদের পদে আসতে হলে প্রায় এক কোটি টাকা খরচ হতো। কোন টাকা বাদেই তারা দায়িত্ব পেয়েছে। তাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ খাঁন, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন জাতীয় সরকার গঠন হলে পদ্মা সেতু দৌলতদিয়া-পাটুরিয়ায় হবে। ঘরে ঘরে প্রতিটা মানুষ বিদ্যুৎ পাবে। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দোলনের ফলে দেশে গণ অভ্যুত্থান হয়েছে। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন। সভাপতিত্ব করেন মোঃ সাখাওয়াত হোসেন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সদসম্য ও সভাপতি গণঅধিকার পরিষদ, ঝিনাইদহ জেলা শাখা। আরোও উপস্থিত ছিলেন বরকত আলী, মোক্তারুজ্জামান, নাজমুস হাসান, আশিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, তোফাজ্জেল হোসেন, রাকিবুল হাসান, আশিক ইকবাল, শহিদুল ইসলাম, আক্তারুজ্জামান, এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন প্রমুখ।