গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী ও শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে
নৃশংসভাবে হত্যার চঞ্চল্যকর ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে পাষন্ড স্বামীকে গ্রেপ্তার করেছে
র্যাব-১। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত পাষন্ড স্বামীকে জেলহাজতে পাঠিয়েছে
কালিয়াকৈর থানা পুলিশ।
নিহতরা হলেন, নাটোরের সদর উপজেলার লক্ষীপুর এলাকার গ্রামের মুকুল আলীর স্ত্রী
ফুলবানু বেগম (৪৫) ও তাদের মেয়ে মোরশেদা বেগমের (২২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে টাঙ্গাইলের সদর থানার
বরুহা এলাকার নাজিম উদ্দিনের ছেলে রাহিল রানা ওরফে তানভীরের সঙ্গে মোরেশদার
প্রেমের সর্ম্পকের জেরে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে
স্বামী-স্ত্রী দুজনের মধ্যে মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। তাদের তিন বছর
বয়সের রাইসা ইসলাম নামের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু গত দুই বছর
আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে তারা পৃথক হয়ে যান। পরে স্ত্রী
মোরশেদা কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় মামুন মিয়ার টিনসেড বাড়ীতে
বাসা ভাড়া নিয়ে মা ফুলবানু বেগমের সাথে বসবাস শুরু করেন। গত ১৭ অক্টোবর
রাত ৩টার দিকে তানভীরসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনকে নিয়ে
পূর্বপরিকল্পিতভাবে তার স্ত্রী-শাশুড়ির ভাড়া বাসায় যান। এসময় স্ত্রী মোরশেদা ও
শাশুড়ি ফুলবানুর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বাহির থেকে দরজার বন্ধ করে
পালিয়ে যান পাষন্ড স্বামী তানভীর ও তার সহযোগীরা। তাদের ডাক-চিৎকারে
আশপাশের লোকজন দরজা খুলে ভিতরে প্রবেশ করে মা-মেয়েকে উদ্ধার করে। পরে দগ্ধ
অবস্থায় তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিট
ভর্তি করে এলাকাবাসী। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল ১০টার দিকে ওই
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মোরশেদা মারা যান। ওইদিন সন্ধ্যায়
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শাশুড়ি ফুলবানুও মারা যান। এই ঘটনায়
ফুলবানুর মা আম্বিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলার
দায়ের করেন। পরবর্তীতে নৃশংস এই হত্যাকান্ডে জড়িত আসামীকে গ্রেপ্তারে
অভিযান শুরু করে গাজীপুর স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প র্যাব-১।
গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ জানতে পারে জিএমপি গাজীপুর
বাসন থানার নাওজোড় এলাকায় আতœগোপনে আছেন ওই হত্যা মামলার প্রধান
আসামী তানভীর। সেখানে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে
গ্রেপ্তার করে র্যাব-১। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী তানভীর ওই হত্যাকান্ডের
ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে গ্রেপ্তারকৃত আসামীকে
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করে র্যাব-১।
র্যাব-১ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস এন্ড মিডিয়া অফিসার)
মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান,
পারিবারিক কলহের জেরে স্ত্রী এবং শ্বাশুড়িকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার
চঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামী তানভীরকে গ্রেপ্তার করেছে র্যাব-১। পরে তাকে
থানায় হস্তান্তর করলে রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে গাজীপুর জেলহাজতে প্রেরণ
করা হয়।
তারিখ- ২০.১০.২০২৪ইং
মুঠোফোন- ০১৭১৬৬০৮৯৩১