ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে ভারতের রাজধানী দিল্লির এক স্কুলের কাছে। ধসে পড়েছে সীমানা দেয়াল। আজ রবিবার সকালের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফরেনসিক টিম এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল তদন্ত শুরু করেছে।
সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। প্রত্যক্ষদর্শী বলছেন, আমি বাড়িতে ছিলাম। হুট করে বিশাল শব্দ শুনি এবং ধোঁয়া উড়তে দেখি এবং ভিডিও করি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৭ মিনিটে সিআরপিএফ স্কুলের কাছে এই বিস্ফোরণ হয়।
সিনিয়র পুলিশ কর্মকর্তা অমিত গোয়েল বলেন, বিস্ফোরণের কারণ জানতে বিশেষজ্ঞরা কাজ করছেন। এখনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।