সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাকারবারীদের হামলায় ইউনিয়ন পরিষদের এক সদস্য গুরুতর আহত হয়েছে। তাকে পুলিশের সহযোগীতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে আজ সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ইউপি সদস্যের নাম-কফিল উদ্দিন (৫৯)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।
এব্যাপারে এলাকাবাসী ও আহত ইউপি সদস্য জানান- সীমান্ত চোরাচালানের বিষয় নিয়ে প্রতিবাদ করার জের ধরে আজ সোমবার (২১অক্টোবর) সকাল ৯টায় জেলার তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্তের বড়গোফ-বারেকটিলায় অবস্থিত ইকবাল মিয়ার চায়ের দোকানে চা খাওয়ার সময়, লাটিসুটা ও দেশীয় অস্ত্র নিয়ে ইপি মেম্মার কফিলের ওপর হামলা চালায় চোরাকারবারী বুলবুল মিয়া, সাইদুল মিয়া, বাদশা মিয়া ও জাহিদুল মিয়াগং। ওই সময় চোরাকারবারীদের বেধরক লাঠিপেটা ও কিলঘুষিসহ দেশীয় অস্ত্রের আঘাতের ইপি মেম্বার কফিল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন এসে প্রাণে রক্ষা করে। পরে তাহিরপুর থানায় ফোন করলে সীমান্তের টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে আহত ইউপি সদস্য কফিলকে উদ্ধার করে। পরে ওই মেম্বারকে টেকেরঘাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে নৌকা যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এবং বিকাল ৪টায় তাকে ভর্তি করা হয়।
এব্যাপারে আহত ইপি সদস্য কফিল উদ্দিন বলেন- আমার ওপর হামলাকারী চোরাকারবারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমি প্রশাসেন কাছে ওই চোরাকারবারীদের কঠিন শাস্থি দাবী করছি। যাহাতে এধরনের ঘটনার আর কখনো না ঘটে।
তাহিরপুর থানার ওসি দিলোয়ার হোসেন বলেন- ইপি মেম্বার কফিল উদ্দিনের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।