ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় ভোলা- চরফ্যাশন মহাসড়কে যাত্রীবাহি বাস চাঁপায় এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) সকালে ভোলা-চরফ্যাশন মহাসড়কের বোরহাউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের দালাল বাজার নামক স্থানে চরফ্যাশন থেকে ভোলাগামি টিএ পরিবহন যাত্রীবাহি বাস চাঁপায় শফিউল্লাহ (৪০) ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহতের বাড়ি কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা (৮নং ওয়ার্ড) আশরাফ আলী দালাল বাড়ি। তিনি ওই এলাকার মৃত সামছল হকের ছেলে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করেন বোরহানউদ্দিন থানার এস আই জি.এম সাহাবুল। নিহতের ভাই মোঃ হিরন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। মামলা প্রক্রিয়াধীন। বোরহানউদ্দিন থানার অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।