ইসরায়েল হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজায় শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে। এই হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এছাড়া অন্য একটি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী জাবালিয়া প্রিপারেটরি স্কুলে গোলাবর্ষণ করে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত এই স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
এছাড়া উত্তর গাজার আরেক শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।