সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াতের জন্য নতুন নিয়ম করা হয়েছে। নতুন নেওয়া সিদ্ধান্তে নভেম্বর মাসে ভ্রমণে গেলেও রাত্রিযাপন করা সুযোগ থাকছে না। ডিসেম্বর ও জানুয়ারিতে সর্বোচ্চ ২ হাজার জন যেতে পারবেন। ফেব্রুয়ারিতে পুরোপুরি পর্যটন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসইং এর নিয়মিত ব্রিফিং এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, ডিসেম্বর ও জানুয়ারিতে সর্বোচ্চ ২০০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন এবং রাত্রিযাপনের করার সুযোগ থাকছে। পাশাপাশি ফেব্রুয়ারি মাস সম্পূর্ণভাবে পর্যটকদের ভ্রমণের জন্য সেন্টমার্টিনকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এ মাসে দ্বীপটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সেন্টমার্টিনে কোনো ধরনের প্লাস্টিক পণ্য পর্যটকরা বহন করতে পারবে না বলে বলে উল্লেখ করেন আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাতযাপন নিষিদ্ধ না করে বরং ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছেন দ্বীপবাসী ও পর্যক-সংশ্লিষ্ট বেসরকারি খাতের অংশীজনরা।