নাটোরের তেবাড়িয়ায় অবস্থিত জেলা তাবলীগ জামাতের পীঠস্থান বলে খ্যাত মারকাজ দখল করা নিয়ে তাবলীগ জামাতের ২ পন্থীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তেবাড়িয়ায় মারকাজের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কের উপর জেলা তাবলীগ জামাতের যুবায়ের পন্থী ও সা’দ পন্থীর মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পন্থীর অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরে জেলা তাবলীগ জামাতের পীঠস্থান মারকাজ দখল নিয়ে যুবায়ের পন্থী ও সা’দ পন্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পন্থী হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পন্থীর অন্তত ২০ জন আহত হয়। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পন্থীকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
নাটোর সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় চলে এসেছে।