এক ডোজ এইচপিভি টিকা নিন,জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়ে দিনাজপুরের হিলিতে বিনামূল্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে বাংলাহিলি সরকারী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা প্রশাসক অমিত রায়।
এসময় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ হারুন,প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম,ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও নার্সরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ জানান, বিভিন্ন স্কুলের (১০ থেকে ১৪ বছর বয়সী) ৫ ম থেকে ৯ম শ্রেনীর কিশোরীদের এসব টিকা দেওয়া হচ্ছে। ৯৬ টি কেন্দ্রের মাধ্যমে উপজেলার ৪ হাজার ৮শ ৬৮ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে।