রাজশাহীর তানোরে মনসা মন্দিরের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে প্রভাব শালী সোহরাব আলীর বিরুদ্ধে। এঘটনায় মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরী ও সম্পাদক সন্তোষ সরকার বাদী হয়ে সোহরাব আলীকে বিবাদী করে গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন । এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের নিকটও দেয়া হয়েছে অভিযোগ দেয়া হয়। তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা মৌজায় ঘটে রয়েছে জায়গা দখলের ঘটনা। এতে করে হিন্দু সম্প্রদায়ের জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে জায়গাটি উদ্ধার না হলে ধর্মীয় কার্যক্রম করতে পারবেন না তারা।
অভিযোগে উল্লেখ, তানোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড এর অন্তর্ভুক্ত রায়তান বাজে আকচা মৌজার অন্তর্গত আরএস ২১০ খতিয়ানে ১০০৬ দাগে দেবস্থান সম্পত্তি রয়েছে ৩২ শতাংশ ও ৮৮৯ দাগে পুকুর পাড় রয়েছে ১৬ শতাংশ। এসব জায়গায় রয়েছে মনসা মন্দির। এই মন্দিরে দীর্ঘ দিন ধরে ধর্মীয় কার্যক্রম করে আসছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। জায়গাটির উপর নজর পড়ে রায়তান বাজে আকচা গ্রামের প্রভাবশালী সোহরাবের। তিনি প্রথমে টিন দিয়ে ঘর করেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন নিষেধ করলে সোহরাব জানায় পুকুর পাহারা দেয়ার জন্য করা হয়েছে। পরে গত জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে ওই জায়গায় ইট দিয়ে পাকা ঘর নির্মাণ করেছেন। নিষেধ করলে প্রাণনাশের হুমকি দেয় ভূমিদস্যু সোহরাব।
অভিযোগ কারীরা জানান, আমরা বাঁধা দেয়ার পর সোহরাব নানা ভাবে হুমকি ধামকি দেয়। সে এলাকার ত্রাস ভূমি আগ্রাসী। তার ভয়ে কথা বলা যায়না। সে ঘর তুলে নিবে বলেছিল। কিন্তু এখন আর তুলছে না। এজন্য বাধ্য হয়ে মন্দিরের জায়গা উদ্ধারের জন্য লিখিত অভিযোগ দিয়েছি।
সোহরাব জানায় জায়গাটি আমি লীজ নিয়েছি। কিন্তু সে কোন লীজের কাগজ দেখাতে পারেনি।
থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।