পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে আজ শুক্রবার (২৫ অক্টোবর) সশস্ত্র সংগঠন তালেবানের হামলায় ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির একজন গোয়েন্দা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির।নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রায় এক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলে। তালেবানের এই হামলায় সীমান্ত রক্ষী পুলিশের ১০ জন সদস্য মারা যান এবং আরও সাতজন আহত হন।
আফগান সীমান্ত ছুঁয়ে থাকা খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় ২০ থেকে ২৫ জন সশস্ত্র তালেবান মিলিশিয়া ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়।
পরে পাকিস্তানের তালেবান সংগঠনটি হামলার দায় স্বীকার করে এএফপির কাছে একটি বিবৃতি পাঠায়।
২০২১ সালে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে আফগান তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকেই পাকিস্তানে তালেবানদের হামলার ঘটনা বেড়ে গেছে। পাকিস্তান ভিত্তিক তালেবান সংগঠনটি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই বেশিরভাগ হামলা চালায়। পাকিস্তানের পুলিশ নিয়মিতভাবে সংগঠনটির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।