সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের অ্যাপ্রোচ লাইটের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। ওই ক্যাবল আনুমানিক ৫০০ থেকে ৬০০ ফিট । যার বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।সৈয়দপুর বিমানবন্দর ইএমএ সহকারী শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সকালে রানওয়ে পরিদর্শনে গেলে ক্যাবল কাটার বিষয়টি নজরে আসে। ওই ক্যাবল আনুমানিক ৫০০ থেকে ৬০০ ফিট হবে। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে তিনি বিষয়টি বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দীন জাকারিয়াকে জানান।
বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দীন জাকারিয়া জানান, বিষয়টি জানান পর ব্যবস্থাপকসহ এপিবিএন পুলিশ ইনচার্জ, আনসার পিসি ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শন সদস্যরা উক্ত জায়গায় দায়িত্বরত আনসার ও এপিবিএন পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের অবহেলা রয়েছে।