নওগাঁর মহাদেবপুরে পাগলাটে শিয়ালের কামড়ে ৩ নারীসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪অক্টোবর) বিকেলে উপজেলার সোনাপুর ও শিকারপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৩ জন নারীকে গুরুতর জখম অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার সোনাপুর গ্রামের সামেনা বেগম (৪৮), রশিদুল (৩৫) ও শিকারপুর গ্রামের মোসা মর্জিনা (৪৯), নুরজাহান (৫৬) এবং সাইদুল (৪০)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই একটি পাগলাটে শিয়াল সোনাপুর ও শিকারপুর গ্রামের লোকজনের উপর আক্রমন করে। এ সময় শিয়ালের কামড়ে তারা আহত হন। তাৎক্ষণিক গ্রামের লোকজন ওই পাগলাটে শিয়ালটিকে পিটিয়ে মারে এবং আহত ৫ জনকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে রশিদুল ও সাইদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয় কর্তব্যরত চিকিৎসক এবং শিয়ালের কামড়ে ক্ষত-বিক্ষত হওয়ায় বাকি ৩ জন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নওগাঁ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ফজলুল হক নয়ন বলেন, আজ বিকেলে শিয়ালের কামড়ে আহত অবস্থায় ৫ জন রুগী হাসপাতালে আসেন। এদের মধ্যে তিন জনের মুখোমন্ডলের বিভিন্ন স্থানের মাংস তুলে নেওয়ায় তাদের ভর্তি করে নেওয়া হয়েছে এবং বাকি দুইজনকে ভ্যাক্সিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।