গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোশাররফ হোসেন বুলুকে আহ্বায়ক, জাহিদুল ইসলাম জাহিদকে যুগ্ম-আহ্বায়ক ও একেএম শামছুল হককে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন সাখাওয়াত হোসেন মিলন, সুদীপ্ত শামীম, মিজানুর রহমান ও সাইফুল আকন্দ।
এর আগে গত মঙ্গলবার (২২ অক্টোবর) সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সুনামক্ষুন্নসহ সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন সদস্যকে প্রেসক্লাবের সকল ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিস্কৃতরা হলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অবুঝ, সহ-সভাপতি শেখ মামুন উর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক ও কোষাধ্যক্ষ লিয়ন ইসলাম রানা। পরে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়।