বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে আজ ২৬ অক্টোবর বিকেল ৩ টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক বিশাল গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার আঘাতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির এর নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে এ গণ জমায়েত অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে গণ জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও আমীর কুড়িগ্রাম জেলা শাখা মওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মওলানা নিজাম উদ্দিন, জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ শাহ জালাল সবুজ, উলিপুর উপজেলার সাবেক সেক্রেটারি খায়রুজ্জামান সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক আইনুল হক, কুড়িগ্রাম শহর শাখার আমীর আব্দুস সবুর, প্রচার সেক্রেটারি রফিকুল ইসলাম, এডভোকেট ইয়াসিন আলী সরকার,
জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায়
কানায় কানায় পূর্ণ মাঠে ভার্চুয়াল মাধ্যমে লন্ডন থেকে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ব্যারিস্টার মাহাবুবার রহমান সালেহী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, লগি বৈঠার দ্রুত বিচার বর্তমান সরকার না করলে আগামীতে জামায়াত খুনিদের বিচার করতে বাধ্য হবে । বিদায়ী সরকার জুলুমের মাধ্যমে দেশটাকে কারাগারে পরিণত করেছিল। জামায়াতে ইসলামী দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চায়।