ট্রাকের ধাক্কায় সিএনজি চালক ও এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন নরসিংদীর ইটাখোলা-কটিয়াদী সড়কের শিবপুরে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার পঁচারবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।
ওসি জানান, দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে। ঘটনাটি কিভাবে ঘটেছে আমরা জানার চেষ্টা করছি।