Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হামনায় সদ্য ঘোষিত উপজেলা-পৌর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

oppo_0

কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। গতকাল শনিবার উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গত দেড় দুই বছর আাগে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি কর্তৃক অন্য কোনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করাই অবৈধ। অতএব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আহ্বায়ক মো. জহিরুল হক জহর ও আরেক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লাদের কমিটিই বাহাল থাকবে। প্রতিবাদ সভায় কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করে বক্তারা বলেন, তার দ্বারা সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের গড়া দীর্ঘ ৩৫ বছরের হোমনা উপজেলার সুসংগঠিত বিএনপির দূর্গকে ভঙ্গুর ও দুর্বল করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দুইজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদককে বাদ দিয়ে ৫১ সদস্যবিশিষ্ট যে কমিটি ঘোষণা করা হয়েছে তার মথ্যে ৩৬ জনই এই কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর সরকার, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. শাহ আলম, বিএনপি নেতা ইয়া মুছা, সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ সাব মিয়া, ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. সামসুদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান গাজী মো. মহসীন, সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, ব্যরিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, মো. ওমর ফরুক, গোলাম মাওলা, দুলাল সরকার, নূরুজ্জামান মিন্টু, সেলিম কায়সার, মজিবুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. জহিরুল হক জহর বলেন, কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তার ছয় মাসের রাজনৈতিক বয়সেই হোমনার অবিসংবাদিত নেতা এম কে আনোয়ারের গড়া বিএনপির দূর্গকে ভেঙ্গে তছনছ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তার বিরুদ্ধে গত রমজানে ইফতার পার্টির নামে বিশ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ তুলেন। ফেসবকের মাধ্যমে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। হোমনা উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে নিয়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টির এ বিষয়টি নিয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা হবে।

এ ব্যাপারে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং জেলা কমিটির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

হামনায় সদ্য ঘোষিত উপজেলা-পৌর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

Update Time : ০৮:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। গতকাল শনিবার উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গত দেড় দুই বছর আাগে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি কর্তৃক অন্য কোনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করাই অবৈধ। অতএব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আহ্বায়ক মো. জহিরুল হক জহর ও আরেক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লাদের কমিটিই বাহাল থাকবে। প্রতিবাদ সভায় কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করে বক্তারা বলেন, তার দ্বারা সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের গড়া দীর্ঘ ৩৫ বছরের হোমনা উপজেলার সুসংগঠিত বিএনপির দূর্গকে ভঙ্গুর ও দুর্বল করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দুইজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদককে বাদ দিয়ে ৫১ সদস্যবিশিষ্ট যে কমিটি ঘোষণা করা হয়েছে তার মথ্যে ৩৬ জনই এই কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর সরকার, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. শাহ আলম, বিএনপি নেতা ইয়া মুছা, সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ সাব মিয়া, ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. সামসুদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান গাজী মো. মহসীন, সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, ব্যরিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, মো. ওমর ফরুক, গোলাম মাওলা, দুলাল সরকার, নূরুজ্জামান মিন্টু, সেলিম কায়সার, মজিবুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. জহিরুল হক জহর বলেন, কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তার ছয় মাসের রাজনৈতিক বয়সেই হোমনার অবিসংবাদিত নেতা এম কে আনোয়ারের গড়া বিএনপির দূর্গকে ভেঙ্গে তছনছ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তার বিরুদ্ধে গত রমজানে ইফতার পার্টির নামে বিশ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ তুলেন। ফেসবকের মাধ্যমে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। হোমনা উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে নিয়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টির এ বিষয়টি নিয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা হবে।

এ ব্যাপারে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং জেলা কমিটির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।