নীলফামারীর ডোমারে অমর গায়ক আব্বাস উদ্দিনের ১২৩ তম জন্মতিথিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বীরমাতা মনোয়ারা বেগম।
আব্বাস উদ্দিন একাডেমী আয়োজিত শনিবার (২৬অক্টোবর) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে জন্মতিথি উপলক্ষে চিত্রাংঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা পাঠের আসর এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বীরমাতা মনোয়ারা বেগম।
এ সময় বিশ্ববাতায়নের কবি ও সম্পাদক সালেম সুলেরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নুরুল ইসলাম বিএসসি, লেখক ও গবেষক কবি মতিন বাঙালী, জেসমিন বন্যা, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বাবু, নাজিরা আক্তার ফেরদৌসী চৌধুরী, কন্ঠ শিল্পী সহিদুল সরকার,মন্নুজান ঝর্ণা, মালা জেসমিন, তৌহিদা জ্যোতি প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে কবিতা পাঠের আসর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।