রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী জহিরুল ইসলাম জানান, গতরাতে মহাখালী ফ্লাইওভারের ওপরে ওই ব্যক্তিকে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি ধারণা করছি, কোনো গাড়ির চাপায় পড়ে এই ঘটনাটি ঘটতে পারে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে মহাখালী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দিয়েছি। তারা প্রযুক্তি সহায়তায় পরিচয় শনাক্ত করবেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।