জরায়ু ক্যান্সারের টিকা নিয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন ভোলার ৬৪জন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে। অসুস্থ্য হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে ১৯ জনকে ভোলা ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে ভয়ের কোন কারণ নেই বলেছেন ভোলার সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম। তিনি বলেন এটি মনস্ত¡াত্বিক রোগ।
জানা গেছে, দুপুর ১২টার দিকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বোরহানউদ্দিনের বিভিন্ন বিদ্যালয়ের ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী চলছিল। অনেকেই টিকা গ্রহণ করেন। এর মধ্যে একজন একজন করে অনেকেই অসুস্থ্য হয়ে পড়েন। পর্যায়ক্রমে তার সংখ্যা দাঁড়ায় ৬৪ জনে। এদের মধ্যে কেউ বিদ্যালয়ে থাকতেই সুস্থ্য হন, আবার অনেকে অসুস্থ্য হয়ে পড়েন। শিক্ষার্থীরা ধীরে ধীরে অসুস্থ্য হয়ে পড়লে তাদের মধ্যে ১৯ জনকে ভোলা ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ্য শিক্ষার্থীদের মধ্যে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয় ও কুলসুমবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে।
কুলসুমবাগ মাধ্যমিক বিদ্যালয়ের এক স্টাফ জানা, দুপুরের দিকে টিকা দেয়ার পর কিছু শিক্ষার্থীর মধ্যে হাত সীন-সীন ভাব, অস্থিরতা কাজ করেছিল। মনে হয় ভয় পেয়েছে, তাই ওরা পাগলের মত আচরণ করছিল। অসুস্থ্য শিক্ষার্থীদেরকে তাই হাসপাতালে আনা হয়েছে। তবে ডাক্তাররা বলেছেন এটা ভয় থেকে হয়েছে, অন্য কোন কারণ নেই।
বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন জানান, টিকা গ্রহণের পর বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ে। তাদের মধ্যে ১৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি কয়েকজনকে ভোলায় প্রেরণ করা হয়েছে।
ভোলার সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম বলেন, ভয়ের কোন কারণ নেই, এটা মনস্ত¡াত্বিক রোগ। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তবে তাদের কাউন্সিলিং করা হচ্ছে। এ রোগে মূলত একজনকে দেখে অন্যরা অসুস্থ্য হয়ে পড়েন, তবে ভয়ের কোন কারণ নেই। উল্লেখ্য, জেলায় ১লাখ ২১ হাজার শিক্ষার্থীকে এই টিকা দেয়ার কর্মসূচী চলছে।