Dhaka ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন থামছেই না। মঙ্গলবার অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে দখলদার বাহিনীর তাণ্ডবে কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৩২ জনই গাজার উত্তরাঞ্চলে হামলায় প্রাণ হারিয়েছে। একটি মেডিক্যাল সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই।

এই সময়ের মধ্যে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৩ হাজার ৬১ জন। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

এদিকে গত সোমবার (২৮ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন।

গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এ ধরনের বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

Update Time : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন থামছেই না। মঙ্গলবার অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে দখলদার বাহিনীর তাণ্ডবে কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৩২ জনই গাজার উত্তরাঞ্চলে হামলায় প্রাণ হারিয়েছে। একটি মেডিক্যাল সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই।

এই সময়ের মধ্যে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৩ হাজার ৬১ জন। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

এদিকে গত সোমবার (২৮ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন।

গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এ ধরনের বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।