রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলা পাকড়ী কলেজ মাঠে গোদাগাড়ী উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়েজনে।গোদাগাড়ী উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল জলিল রবুর সভাপতিত্বে মৎস্যজীবী দলের কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন।
প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সভাপতি নাজমুল হক বাবুল।বিশেষ অতিথি ছিলেন,রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদর উদ্দীন,গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী,তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক,রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মামনুর রশিদ,উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি আব্দুর রউফ, জেলা মৎস্যজীবী দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি তোজাম্মেল হক,সাবেক সাধারন সম্পাদক মোস্তফা হোসেন,গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব,উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা, কাঁকনহাট পৌর যুবদল আহবায়ক মশিউর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য বলেনবিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক গোদাগাড়ী-তানোরের সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবব্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। সেই সাথে আমরাকে সজাগ থেকে সকল ধরনের অপচেষ্টা রুখে দিতে হবে।