ভোলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জল এবং ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে ১৭ জেলের মধ্যে ১৪ জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রতি ৫০০০ টাকা করে জরিমানা করা হয়৷
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় ভোলাতেও চলছে মা ইলিশ রক্ষা অভিযান। এই অভিজানকে সফল করতে জেলা মৎস্য বিভাগ ভোলার লালমোহন উপজেলার তেতুলিয়া নদীতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে সকাল ১০টা পর্যন্ত লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।
এ সময় তেতুলিয়া নদী থেকে ১৭ জেলাকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪ জন জেলেকে জনপ্রতি ৫০০০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। অবশিষ্ট ৩ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ১২০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বনাথ কুমার দেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন ম ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মো: সাইদুর রহমান ও লালমোহন থানার পুলিশের একটি ফোর্স।