Dhaka ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে ভাড়াদেয়া দোকান ফেরত চাইতে গিয়ে মারপিটের ঘটনায় আহত ৩,থানায় মামলা

নীলফামারীর ডোমারে ভাড়াটিয়া দোকান ফেরত চাইতে গিয়ে মারধরের ঘটনায় আহত ৩, অপরদিকে মূল মালিকের ২১জন অসহায় মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলা মোড় এলাকায়। মামলা সুত্রে জানাযায়, এলাকার একটি দোকান বিগত ১০/১০/২০১৩ইং  তারিখে শামসুল আলমের কাছ থেকে ১লক্ষ ২০ হাজার টাকা মূলে দোকান ঘড় পজেশনে নেয় এলাকার তমিজার রহমানের ছেলে জাহিরুল ইসলাম। সেখানে দীর্ঘদিন ধরে বয়লার মুরগির ব্যবসা করে আসছে জাহিরুল। এক সময় মুরগি মারাগেলে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দোকারটি বন্ধ যায়। এ সময় রুহুল আমিন ও অন্তর কিছুদিনের কথা বলে জাহিরুলের পিতা তমিজারের কাছ থেকে দোকানের চাবি নিয়ে চায়ের দোকান করতে থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দোকান টি নিজের কব্জায় নেয়ার চেষ্টা করে তারা। ঘটনার দিন ২৩ অক্টোবর বুধবার সকাল ৯টায় জাহিরুলের পরিবারের লোকজন তাদের কাছে দোকান ফেরত চাইতে গেলে অন্তর, রুহুল আমিন, তহিদুলসহ তাদের দলবল মিলে জাহিরুল, তমিজার, ও রেজিনার উপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপরদিকে উল্টো তারাই আবার জাহিরুল, তমিজারসহ তাদের পরিবারে ২১জন অসহায় মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। যার কারনে মামলার ভয়ে ২১জন মানুষ পরিবার শুন্য হয়ে পালিয়ে মানবেতর জীবন যাপন করছে।

গতকাল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান মিজান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন উভয় পক্ষ মামলা দায়ের করেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মিথ্যা মামলা থেকে অব্যহতি এবং দোকান ঘড়টি ফেরত পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি জাহিরুলের পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ডোমারে ভাড়াদেয়া দোকান ফেরত চাইতে গিয়ে মারপিটের ঘটনায় আহত ৩,থানায় মামলা

Update Time : ০৭:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

নীলফামারীর ডোমারে ভাড়াটিয়া দোকান ফেরত চাইতে গিয়ে মারধরের ঘটনায় আহত ৩, অপরদিকে মূল মালিকের ২১জন অসহায় মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলা মোড় এলাকায়। মামলা সুত্রে জানাযায়, এলাকার একটি দোকান বিগত ১০/১০/২০১৩ইং  তারিখে শামসুল আলমের কাছ থেকে ১লক্ষ ২০ হাজার টাকা মূলে দোকান ঘড় পজেশনে নেয় এলাকার তমিজার রহমানের ছেলে জাহিরুল ইসলাম। সেখানে দীর্ঘদিন ধরে বয়লার মুরগির ব্যবসা করে আসছে জাহিরুল। এক সময় মুরগি মারাগেলে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দোকারটি বন্ধ যায়। এ সময় রুহুল আমিন ও অন্তর কিছুদিনের কথা বলে জাহিরুলের পিতা তমিজারের কাছ থেকে দোকানের চাবি নিয়ে চায়ের দোকান করতে থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দোকান টি নিজের কব্জায় নেয়ার চেষ্টা করে তারা। ঘটনার দিন ২৩ অক্টোবর বুধবার সকাল ৯টায় জাহিরুলের পরিবারের লোকজন তাদের কাছে দোকান ফেরত চাইতে গেলে অন্তর, রুহুল আমিন, তহিদুলসহ তাদের দলবল মিলে জাহিরুল, তমিজার, ও রেজিনার উপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপরদিকে উল্টো তারাই আবার জাহিরুল, তমিজারসহ তাদের পরিবারে ২১জন অসহায় মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। যার কারনে মামলার ভয়ে ২১জন মানুষ পরিবার শুন্য হয়ে পালিয়ে মানবেতর জীবন যাপন করছে।

গতকাল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান মিজান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন উভয় পক্ষ মামলা দায়ের করেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মিথ্যা মামলা থেকে অব্যহতি এবং দোকান ঘড়টি ফেরত পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি জাহিরুলের পরিবার।