নীলফামারী ডোমারে জামাতের অফিস ভাংচুর, লুটপাট ও হত্যার চেষ্টার অভিযোগে আ’লীগ কর্মী আব্দুল আউয়াল মেম্বার (৪২) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
আব্দুল আউয়াল ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের পূর্ব খামার বামুনিয়া এলাকার মৃত মনছুর আলীর ছেলে। গত বুধবার (৩০) অক্টোবর রাতে ডোমার থানার এসআই আব্দুল জলিল ও সংঙ্গীয় ফোর্স পাঙ্গামটুকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মামলা সুত্রে জানাযায়, ২০১২ সালে ডোমার উপজেলার জামাতে ইসলামীর অফিস বে-আইনী জনতার দলবদ্ধ হয়ে ভাংচুর, লুটপাট ও হত্যার চেষ্টার অভিযোগে ডোমার বড়রাউতা মুন্সিপাড়া এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে পৌর জামাতের সেক্রেটারী হাফেজ আব্দুল হক গত ০৪/১০/২০২৪ইং তারিখে ডোমার থানায় মামলা নং-০৪ দায়ের করে। সেখানে এজাহার ভূক্ত ৫০জন আসামীসহ অজ্ঞাত নামা ব্যাক্তির নামে অভিযোগ তুলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল আউয়াল মেম্বার কে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এজাহার ভূক্ত বাকী আসামীদের গ্রেফতারের বিষয়টি অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।