“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুত উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী, সমবায় অফিসার রকিবুল হাসান,বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন যুব সমিতির সদস্য, খামারি, উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।