গাজীপুরের কালিয়াকৈরে একটি মৎস্য খামারে মা ও তার শিশু ছেলের নিথর দেহ ভেসে ছিল। বৃহস্পতিবার দুপুরে ৯৯৯-ফোনে উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওইদিন দুপুরে স্থানীয় মমির আলীর মৎস্য খামারে দুটি লাশ ভাসতে দেখতে পান এলাকাবাসী। পরে তারা ৯৯৯-এ কল দিলে খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৎস্য খামার থেকে নিহতদের নিথর দেহ উদ্ধার করে। এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের পরিচয় সনাক্তর জন্য পিবিআই কে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনে মা-ছেলে। আনুমানিক ওই মায়ের বয়স (৩৬) ও তার ছেলের বয়স (২) বছর। নিহত মায়ের পরনে ছিল গোলাপি রংয়ের সেলোয়ার ও নীল এবং ছেলের পরনে হলুদ রংয়ের গেঞ্জি ও নীল রংয়ের প্যান্ট।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মাহিদুল ইসলাম জানান, মৎস্য খামার থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় সনাক্তর জন্য পিবিআই কে খবর দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।