রৌমারী উপজেলা শিক্ষা অফিসের কার্যক্রমে একমাত্র পিয়নই ভরসা। উপজেলা শিক্ষা অফিসে ৯ টি অনুমোদিত পদ থাকলেও ১জন টিও, ২ জন এটিও দিয়ে চলছে অফিস ও মাঠ পর্যয়ের কার্যক্রম । প্রায় ১০ বছর আগে উচ্চমান সহকারী যোগদান করলেও পরে তিনি অনত্র চলে যান। এদিকে প্রায় ৫ বছর ধরে হিসাব সহকারি পদটি শুন্য রয়েছে। অফিস সহকারি (এলডি) কে ২০২৪ সালের ২৪ জুলাই বদলী করলে সে পদ টিও শুন্য হয়ে যায়। ৪ জন এটিওর স্থলে রয়েছে ২জন। ১ জন পিয়নের পদ থাকলেও দীর্ঘদিন ধরে পদটি শুন্য রয়েছে। এদিকে তিনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন লেমন ও লালকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মোস্তাককে দিয়ে শিক্ষা অফিসের সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিক্ষা অফিসে ৯ টি পদের স্থলে ১ জন টিও এবং ২ জন এটিও দ্বারা মাঠ পর্যায়ে স্কুল তদারকির কাজ চলছে। এদিকে জনবল সংকটের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের অফিসে এনে অফিসের কাজ করানোর চিত্র দেখাগেছে। এব্যাপারে রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ময়নুল হোসেন বলেন , অফিসে ৯ টি পদের ৬টি পদ শুন্য হওয়ায় অফিসের কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে। জরুরী ভাবে অফিস পরিচালনায় কমপক্ষে উচ্চমান সহকারি, অফিস সহকারি, ও হিসাব সহকারি পদে জনবল আবশ্যক। এব্যাাপারে উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি এ্যাকর্ষণ করেন। তবে বিভিন্ন সুত্রে জানা যায় অফিসে জনবল সংকটের কারণে শিক্ষকরা অফিসের পরিবর্তে বাহির হতে ব্যবসায়ীক কম্পিউটারে কাজ করে অফিসে জমা দিতে হয়।
এছাড়া রৌমারী উপজেলাটি যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম হওয়ায় মাত্র ২জন এটিও দিয়ে ১১৫ টি শিক্ষা প্রতিষ্ঠনের খোজখবর নেয়া তাদের জন্য কষ্ট সাধ্য হয়ে পড়েছে। শিক্ষকদের দাবী অফিসে জনবল সংকট সমাধানের লক্ষ্যে কাজে সুবিধা পেতে শুন্য পদ গুলো পুরণ করা জরুরী।