Dhaka ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

পাকিস্তানের লাহোর আজ শীর্ষে অবস্থান করছে বিশ্বে বায়ুদূষণের তালিকায়। আইকিউএয়ার সূচকে শহরটির স্কোর সকাল ১০টায় ছিল ৮৪৮ অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা এ সময়ে ছিল সাত নম্বরে।আজ শনিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুদূষণ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ২৩৯ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এরপর ভারতের আরেক শহর কলকাতা রয়েছে তৃতীয় অবস্থানে। এই শহরটির দূষণ স্কোর ২১৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

দেশটির অন্য এক শহর মুম্বাই রয়েছে চতুর্থ নম্বরে। ১৯০ স্কোর নিয়ে এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।সপ্তম অবস্থানে থাকা রাজধানী ঢাকা শহরের দূষণ স্কোর ১৭১ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা। এ জন্য তিনটি কারণ চিহ্নিত করা হয়। এগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এই তিন কারণের কথা বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ, গাছ জব্দ প্রশাসনের

দূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

Update Time : ১২:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

পাকিস্তানের লাহোর আজ শীর্ষে অবস্থান করছে বিশ্বে বায়ুদূষণের তালিকায়। আইকিউএয়ার সূচকে শহরটির স্কোর সকাল ১০টায় ছিল ৮৪৮ অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা এ সময়ে ছিল সাত নম্বরে।আজ শনিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুদূষণ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ২৩৯ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এরপর ভারতের আরেক শহর কলকাতা রয়েছে তৃতীয় অবস্থানে। এই শহরটির দূষণ স্কোর ২১৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

দেশটির অন্য এক শহর মুম্বাই রয়েছে চতুর্থ নম্বরে। ১৯০ স্কোর নিয়ে এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।সপ্তম অবস্থানে থাকা রাজধানী ঢাকা শহরের দূষণ স্কোর ১৭১ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা। এ জন্য তিনটি কারণ চিহ্নিত করা হয়। এগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এই তিন কারণের কথা বলা হয়েছে।