Dhaka ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরার ডুমুরশিয়ায় অনুষ্ঠিত হল ১০৪ তম লাঠি খেলা

বর্তমান আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাচ্ছে লাঠিখেলা। হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষার উদ্দেশে গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুল ধরতে মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া বাজার বনিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল লাঠি খেলা, বিচার গান ও গ্রামীনমেলা।

শুক্রবার ১ নভেম্বর ডুমুরশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০৪তম লাঠি খেলা, বিচার গান গ্রামীনমেলা অনুষ্ঠিত হয়ে গেল। লাঠিখেলা ও মেলায় আশ পাশ এলাকার হাজার হাজার নারী পুরুশের উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়।

লাঠি খেলায় নড়াইল দলের নারী লাঠিয়ালের লাঠির করসত দেখে মুদ্ধ উপস্থিত দর্শনার্থীরা। তাদের দলের সুসজ্জিত লাঠি খেলা মুদ্ধ করেছে সব লাঠি প্রেমীদের।

বিশেষ করে নারী লাঠিয়ালদের কসরত ছিল প্রশংসনীয়। এ খেলায় ৬টি লাঠিয়াল দল অংশগ্রহণ করেন।লাঠি খেলা উপলক্ষে বাহারি সব দোকানের প্রসরা সাজিয়ে বসেন দোকানিরা।

নড়াইল থেকে আসা কয়েকজন দর্শনার্থী জানান, আগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রায়ই অনুষ্ঠিত হত। সময়ের সঙ্গে সঙ্গে এসব খেলাধুলা হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর হলেও লাঠি খেলা দেখতে পেরে খুশি দর্শনার্থীরা। প্রতি বছর এ ধরনের খেলার আয়োজনের দাবি জানান তারা।

মেলা আয়োজক কমিটির সভাপতি রাজ্জাক মোল্লা বলেন, শত বছরের ঐতিহ্যকে ধরে রাতে এমন গ্রামীন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দূর-দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। প্রতিটা বাড়িতেও এসেছেন আত্মীয়-স্বজন। পুরো এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ। গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মেও কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে এমন উদ্যোগ বলে জানান আয়োজক কমিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

মাগুরার ডুমুরশিয়ায় অনুষ্ঠিত হল ১০৪ তম লাঠি খেলা

Update Time : ০১:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

বর্তমান আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাচ্ছে লাঠিখেলা। হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষার উদ্দেশে গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুল ধরতে মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া বাজার বনিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল লাঠি খেলা, বিচার গান ও গ্রামীনমেলা।

শুক্রবার ১ নভেম্বর ডুমুরশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০৪তম লাঠি খেলা, বিচার গান গ্রামীনমেলা অনুষ্ঠিত হয়ে গেল। লাঠিখেলা ও মেলায় আশ পাশ এলাকার হাজার হাজার নারী পুরুশের উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়।

লাঠি খেলায় নড়াইল দলের নারী লাঠিয়ালের লাঠির করসত দেখে মুদ্ধ উপস্থিত দর্শনার্থীরা। তাদের দলের সুসজ্জিত লাঠি খেলা মুদ্ধ করেছে সব লাঠি প্রেমীদের।

বিশেষ করে নারী লাঠিয়ালদের কসরত ছিল প্রশংসনীয়। এ খেলায় ৬টি লাঠিয়াল দল অংশগ্রহণ করেন।লাঠি খেলা উপলক্ষে বাহারি সব দোকানের প্রসরা সাজিয়ে বসেন দোকানিরা।

নড়াইল থেকে আসা কয়েকজন দর্শনার্থী জানান, আগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রায়ই অনুষ্ঠিত হত। সময়ের সঙ্গে সঙ্গে এসব খেলাধুলা হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর হলেও লাঠি খেলা দেখতে পেরে খুশি দর্শনার্থীরা। প্রতি বছর এ ধরনের খেলার আয়োজনের দাবি জানান তারা।

মেলা আয়োজক কমিটির সভাপতি রাজ্জাক মোল্লা বলেন, শত বছরের ঐতিহ্যকে ধরে রাতে এমন গ্রামীন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দূর-দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। প্রতিটা বাড়িতেও এসেছেন আত্মীয়-স্বজন। পুরো এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ। গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মেও কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে এমন উদ্যোগ বলে জানান আয়োজক কমিটি।