দেশে যারা উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাত করেছে ও মানুষের জায়গা, জমি দখল করে চাঁদাবাজি করেছেন তার হিসাব নবাবগঞ্জের মাটিতেই দিতে হবে,১৭ বছর রাজ পথে ছিলাম দরকার পরলে আরো কয়েক মাস রাজ পথে থাকবো। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে যেসব যুবক ভাই চাকরি পায় নাই ও যেসব মানুষ কোন ধরনের কাজ করার সুযোগ পায় নাই বিএনপি ক্ষতায় আসলে আপনাদের চাওয়া পাওয়া পুরণ করা হবে।
গতকাল শনিবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ এসব কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলন সফল করতে নবাবগঞ্জ উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবক দল সহ সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন,গত ৫ই আগষ্ট বাংলাদেশের মানুষ দেখলো একজন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান কিভাবে পালিয়ে যায়। পালানোর ইতিহাস আওয়ামীলীগের আছে আর বিএনপির আছে সাহসীকতার ইতিহাস। কোন অবস্থাতেই কোন অন্যায়কারীকে বিএনপিতে আসতে দেওয়া যাবে না। এই নবাবগঞ্জে কম্বল বিতরণ অনুষ্ঠানে আমাদের উপর গুলি করা হয়েছিল কিন্তু আজকে তারা কোথায়? ইতিহাস বলবে তারা কোথায়! বিএনপি কোন অন্যায়কে প্রশ্রয় দিবেনা। বিএনপি আইনকে হাতে তুলে নিবে না, প্রচলিত আইনে তাদের বিচার হবে। একভাই এমপি, একভাই উপজেলার চেয়ারম্যান বিএনপিতে এমন কোথায় হবে না।