Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভিটে মাটি হারিয়ে হতদরিদ্র সহায়-সম্বলহীন নাসির উদ্দিনের মানবেতর জীবনযাপন

পাইকগাছার হতদরিদ্র, সহায়-সম্বলহীন নাসির উদ্দিন(৮০) নামের এক বৃদ্ধ রোদ-বৃষ্টি এবং ঝড়ের মধ্যে রাস্তার ধারে মানবেতর জীবন যাপন করছেন। নাসির উদ্দিনের বাড়ী উপজেলার ঘোষাল গ্রামে। তার পিতার নাম মৃদ্যু সরুপ সরদার। মৃত সরুপ সরদারের দুই ছেলে নাসির উদ্দিন ও সমির উদ্দিন। ভাই সমির উদ্দীন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও চিরকুমার থেকে যান নাসির উদ্দীন। সমির উদ্দিনের রয়েছে তিন সন্তান। সে সুবাদে ভাইপো ফারুক উদ্দিন সরদার তার চাচা নাসির উদ্দিনের ভাগের ৫ শতক জমি শরিক হিসেবে পার্শ্ববর্তী নুরুজ্জামান সরদার ও ইমদাদুল সরদারের নিকট বিক্রি করে দেয়। পরে খরিদ সুত্রে ওই জমি ক্রেতা নুরুজ্জামানকে দখল দেননি আরেক ক্রেতা ইমদাদুল সরদার। ইমদাদুল সরদার হতদরিদ্র নাসির উদ্দিনের বসত ভিটা ভেঙ্গে দখল করে নেয়। এখন সেই হতদরিদ্র এবং সহায়-সম্বলহীন ব্যক্তির জন্য জীবন যাপন খুবই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যখন তিনি প্রচন্ড তাপদাহ, বৃষ্টি, এবং ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রাস্তায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তিনি দিনরাত প্রচন্ড চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন যাপন করছেন। তার নেই নিরাপদ আশ্রয়, নেই পর্যাপ্ত খাবার, এবং স্বাস্থ্যসেবা। রাস্তার পাশে শুয়ে ভিক্ষাবৃত্তি ও এলাকার কিছু মানুষ কোন রকম খাবর দিয়ে বাচিয়ে রেখেছে তাকে। মানবতার অগ্রগতির জন্য তাকে সহায়তা করা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক সংগঠন বা সরকারের বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই মানুষটিকে পুনর্বাসন, খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা প্রদান করা যেতে পারে। পাশাপাশি তার ভিটে মাটি উদ্ধারে এলাকাবাসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানবিকতার দৃষ্টিতে ওই সাহায্য তার জীবন যাপন কে কিছুটা হলেও সহজতর হতে পারে বলে দাবী করেন স্হানীয়রা। এ বিষয় ক্রেতা ইমদাদুল সরদার জানান, আমি জমি কিনে ভোগ দখলে আছি। আমার কাছে জমি বিক্রি করেছে আমি জমিতো নিবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ভিটে মাটি হারিয়ে হতদরিদ্র সহায়-সম্বলহীন নাসির উদ্দিনের মানবেতর জীবনযাপন

Update Time : ০৯:১৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

পাইকগাছার হতদরিদ্র, সহায়-সম্বলহীন নাসির উদ্দিন(৮০) নামের এক বৃদ্ধ রোদ-বৃষ্টি এবং ঝড়ের মধ্যে রাস্তার ধারে মানবেতর জীবন যাপন করছেন। নাসির উদ্দিনের বাড়ী উপজেলার ঘোষাল গ্রামে। তার পিতার নাম মৃদ্যু সরুপ সরদার। মৃত সরুপ সরদারের দুই ছেলে নাসির উদ্দিন ও সমির উদ্দিন। ভাই সমির উদ্দীন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও চিরকুমার থেকে যান নাসির উদ্দীন। সমির উদ্দিনের রয়েছে তিন সন্তান। সে সুবাদে ভাইপো ফারুক উদ্দিন সরদার তার চাচা নাসির উদ্দিনের ভাগের ৫ শতক জমি শরিক হিসেবে পার্শ্ববর্তী নুরুজ্জামান সরদার ও ইমদাদুল সরদারের নিকট বিক্রি করে দেয়। পরে খরিদ সুত্রে ওই জমি ক্রেতা নুরুজ্জামানকে দখল দেননি আরেক ক্রেতা ইমদাদুল সরদার। ইমদাদুল সরদার হতদরিদ্র নাসির উদ্দিনের বসত ভিটা ভেঙ্গে দখল করে নেয়। এখন সেই হতদরিদ্র এবং সহায়-সম্বলহীন ব্যক্তির জন্য জীবন যাপন খুবই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যখন তিনি প্রচন্ড তাপদাহ, বৃষ্টি, এবং ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রাস্তায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তিনি দিনরাত প্রচন্ড চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন যাপন করছেন। তার নেই নিরাপদ আশ্রয়, নেই পর্যাপ্ত খাবার, এবং স্বাস্থ্যসেবা। রাস্তার পাশে শুয়ে ভিক্ষাবৃত্তি ও এলাকার কিছু মানুষ কোন রকম খাবর দিয়ে বাচিয়ে রেখেছে তাকে। মানবতার অগ্রগতির জন্য তাকে সহায়তা করা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক সংগঠন বা সরকারের বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই মানুষটিকে পুনর্বাসন, খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা প্রদান করা যেতে পারে। পাশাপাশি তার ভিটে মাটি উদ্ধারে এলাকাবাসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানবিকতার দৃষ্টিতে ওই সাহায্য তার জীবন যাপন কে কিছুটা হলেও সহজতর হতে পারে বলে দাবী করেন স্হানীয়রা। এ বিষয় ক্রেতা ইমদাদুল সরদার জানান, আমি জমি কিনে ভোগ দখলে আছি। আমার কাছে জমি বিক্রি করেছে আমি জমিতো নিবো।