ভোলায় ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে সাথে আদায় করায় পুরস্কার পেল ৪৬ শিক্ষার্থী। এ সকল শিক্ষার্থীরা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বুড়ির জামে মসজিদ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। শিশু-কিশোর ও তরুণদের নামাজে উৎসাহী ও উদ্বুদ্ধ করতে ভোলার বাপ্তায় ইসলামী ছাত্রকল্যাণ পরিষদ এই ব্যতিক্রম ধর্মী কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে।
মাওলানা আবদুল গাফফারের সঞ্চালনায় ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়ন ইসলামি ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক বাপ্তা বুড়ির জামে মসজিদে নিয়মিত ৪০ দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা ৪৬ জন শিক্ষার্থীদের মাঝে এ পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি মাওলানা আহমেদ হাচনাইন। তিনি বলেন, আগামী দিনে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে এখন যারা তরুণ প্রজন্ম তাদেরকে সৎ চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। আর একমাত্র নামাজই মানুষকে সকল অন্যায় ও খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। আগামী দিনের সকল কর্মসূচিতে ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশা প্রদান করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার সহকারী সেক্রেটারি আবু জাহান কবির। তিনি বলেন, সন্তানকে মাদক, জুয়াসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে হলে সকল অভিভাবক যেন তাদের সন্তানকে নিয়মিত কুরআন শিক্ষা দেন এবং প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে মসজিদে পাঠান। এতে আপনাদের সন্তানের নৈতিকতা সুন্দর হবে এবং সৎ ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠবে। বাপ্তা ইসলামী ছাত্র কল্যাণ পরিষদের এমন আয়োজনকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন ছাত্রদের এ অভ্যাস যেন আগামী দিনগুলোতেও অব্যাহত থাকে।
উল্লেখ্য, ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার প্রতিযোগিতায় ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।