দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার আনিসুর রহমান আনিসের বাড়ির গ্রীলের জানালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত ২ নভেম্বর রাতে নীলফামারীর সৈয়দপুর শহরস্থ কয়ানিজ পাড়ায় (দোলা পাড়া) সাংবাদিকের নিজ বাড়ি থেকে ওই চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক আনিসের শ্যালক মাহবুব আলম বলেন, অসুস্থ থাকার কারনে ২ নভেম্বর সন্ধ্যা রাতে সাংদিকের স্ত্রী আমার বোনকে তার বাড়ি থেকে মায়ের বাড়ি শহরের নয়াটোলায় নিয়ে আসি। ওইদিন রাতে বাড়ি ফাঁকা থাকায় রাতে চোরেরা বাড়ির পশ্চিম পার্শের গ্রীলের জানালা কেটে সেলিং ফ্যান ৩ টি, ষ্ট্যান্ড ফ্যান ১ টি,গ্যাসের চুলা, আলমারিতে রাখা সোনার গহনা ৫ ভরি, নগদ অর্থ ১ লাখ ও দামিদামি কাপড় চোপর নিয়ে যায়।
তিনি বলেন, আমার বোনের বাড়ির পশ্চিম দিকে একটি ফাঁকা জায়গায় মাদক সেবীরা প্রায় প্রতিদিনই মাদকের আখরা বসায়। তাদের বিরুদ্ধে স্হানীয় থানায় ও এলাকার বাসিন্দাদের অবগত করা হলেও কার্যকর কোন ব্যবস্হাই নেয়া হয়নি। যার ফল শ্রুতিতে আমার বোনের বাড়িতে বড় ধরনের চুরি সংঘটিত হয়। এব্যাপারে স্হানীয় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।
এবিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেয়া হবে।