কুমিল্লার হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরে ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমবেশে জামায়াত-শিবিরের সহ¯্রাধীক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার আমীর মাওলানা কাজী মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুল মতিন, ঢাকা মহনগরী উত্তর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা নাজিম উদ্দিন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক এ কে এম আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা শাখার আমীর ইঞ্জি. শামীম সরকার বিজ্ঞ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখার সভাপতি লোকমান হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মো. জিসান আহম্মেদ প্রধান প্রমুখ।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ২৪ জন সম্মুখ যোদ্ধাকে পুরষ্কার দেওয়া হয়।