Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার প্রতিবাদে ছাত‌কে প্রতিবাদ সমা‌বেশ

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ছাত‌কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকা‌লে উপ‌জেলা জাতীয় পার্টির উদ্যোগে গো‌বিন্দগঞ্জ নগর ভব‌নে উপ‌জেলা জাপার সভাপ‌তি আবুল লেইছ মোহাম্মদ কাহা‌রের সভাপ‌তি‌ত্বে যুবসংহ‌তির কে‌ন্দ্রিয় নেতা জ‌হিরুল ইসলা‌মে জ‌হি‌রের প‌রিচালনায় অ‌নু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

অনু‌ষ্টিত প্রতিবাদ সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা শাখার সাধারন সম্পাদক সামছুদ্দীন আহমদ,সে‌লিম আহমদ,মাহবুর রহমান লিউটন ,যুবসংহ‌তি নেতা জু‌বেদ আলী,আব্দুল গ‌নি,অ‌লি আহমদ ছায়েদ,ম‌নির উদ্দিন ,আবুল হাসনাত,রা‌সেল আহমদ,সিরাজুল ইসলাম,আনোয়ার হো‌সেন,হা‌রিছ আলী,শামীম আহমদ, ম‌নির মিয়া,দিলবর আলী,নিজাম উদ্দিন,ইউনুছ আলী,হা‌রিছ আলী,ইজাদ্দুর রহমান,

ছ‌মির উদ্দিন,ইসমাইল হো‌সেন, প্রমুখ।গো‌বিন্দগঞ্জ নগর ভব‌নের অবস্থিত জাতীয় পার্টি,যুবসংহ‌তি,স্বেচ্ছাসেবক পা‌টি,শ্রমিক পা‌টি ও উলামাপা‌টির শত শত নেতাকর্মীরা সমা‌বেশ অংশ গ্রহন ক‌রেন।

বক্তারা ব‌লেন এ হামলা ভাংচু‌রের ঘটনার মধ্যদিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ওপর কুঠারাঘাত করে সন্ত্রাসীরা।  ঢাকায় যে তাণ্ডব চালানো হয়েছে, তার জবাব দেশের জনগণ একদিন দেবে। এ জন্য প্রস্তুত থাকুন। সভায় নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন,আমরা এরশাদের সৈনিক, এসব হুমকি-ধমকি দেখিয়ে পার পাওয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ, গাছ জব্দ প্রশাসনের

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার প্রতিবাদে ছাত‌কে প্রতিবাদ সমা‌বেশ

Update Time : ০৯:২৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ছাত‌কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকা‌লে উপ‌জেলা জাতীয় পার্টির উদ্যোগে গো‌বিন্দগঞ্জ নগর ভব‌নে উপ‌জেলা জাপার সভাপ‌তি আবুল লেইছ মোহাম্মদ কাহা‌রের সভাপ‌তি‌ত্বে যুবসংহ‌তির কে‌ন্দ্রিয় নেতা জ‌হিরুল ইসলা‌মে জ‌হি‌রের প‌রিচালনায় অ‌নু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

অনু‌ষ্টিত প্রতিবাদ সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা শাখার সাধারন সম্পাদক সামছুদ্দীন আহমদ,সে‌লিম আহমদ,মাহবুর রহমান লিউটন ,যুবসংহ‌তি নেতা জু‌বেদ আলী,আব্দুল গ‌নি,অ‌লি আহমদ ছায়েদ,ম‌নির উদ্দিন ,আবুল হাসনাত,রা‌সেল আহমদ,সিরাজুল ইসলাম,আনোয়ার হো‌সেন,হা‌রিছ আলী,শামীম আহমদ, ম‌নির মিয়া,দিলবর আলী,নিজাম উদ্দিন,ইউনুছ আলী,হা‌রিছ আলী,ইজাদ্দুর রহমান,

ছ‌মির উদ্দিন,ইসমাইল হো‌সেন, প্রমুখ।গো‌বিন্দগঞ্জ নগর ভব‌নের অবস্থিত জাতীয় পার্টি,যুবসংহ‌তি,স্বেচ্ছাসেবক পা‌টি,শ্রমিক পা‌টি ও উলামাপা‌টির শত শত নেতাকর্মীরা সমা‌বেশ অংশ গ্রহন ক‌রেন।

বক্তারা ব‌লেন এ হামলা ভাংচু‌রের ঘটনার মধ্যদিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ওপর কুঠারাঘাত করে সন্ত্রাসীরা।  ঢাকায় যে তাণ্ডব চালানো হয়েছে, তার জবাব দেশের জনগণ একদিন দেবে। এ জন্য প্রস্তুত থাকুন। সভায় নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন,আমরা এরশাদের সৈনিক, এসব হুমকি-ধমকি দেখিয়ে পার পাওয়া যাবে না।