প্রাথমিক স্কুল সাতদিন ছুটি দেওয়া হয়েছে এবং সব মানুষকে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে। ভয়ংকর বায়ুদূষণের কবলে পড়েছে লাহোর। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আজ সোমবার সকালে প্রতিবেদনে বলা হয়,লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স(একিউআই) ছিল ৪২০। একিউআই ৪০০ ছুঁলেই তা স্বাস্থ্যের পক্ষে ভয়ংকর খারাপ বলা হয়। ফলে লাহোরের দূষণ শরীরের পক্ষে ভয়ংকর জায়গায় চলে গেছে।
লাহোরের উপরে ধোঁয়াশার পুরু স্তর জমে রয়েছে। এর মূল কারণ, খড় পোড়ানো, যানবাহনের ধোঁয়া এবং শীত এসে যাওয়ায় তাপমাত্রা কিছুটা কমে যাওয়া। ফলে ধোঁয়াশাও বাড়ছে । হাওয়া জোরে বইছে না বলে তা অন্যত্র যেতে পারছে না। ফলে রবিবার ও সোমবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় লাহোর একেবারে উপরের দিকে ছিল।
শহরের একিউআই বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা জানিয়েছেন, লাহোরে হাওয়ায় দূষিত পদার্থের পরিমাণ ভয়ংকরভাবে বেড়ে গেছে। একেক জায়গায় একিউআই প্রায় এক হাজার ছুঁয়েছে। পাঞ্জাবের আঞ্চলিক সরকারের মতে পরিস্থিতি অভূতপূর্ব। একিউআই ৩০০ ছাড়ালেই তা অত্যন্ত ক্ষতিকর বলে মনে করা হয়।
কী ব্যবস্থা নিয়েছে সরকার:
পাঞ্জাবের মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, বাচ্চাদের জন্য এই দূষণ ভয়ংকর ক্ষতিকারক। স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। উঁচু শ্রেণিতে থাকা পড়ুয়াদের স্বাস্থ্যের উপরেও নজর রাখা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। হাসপাতালগুলিতেও দূষণের জন্য বিশেষ কাউন্টার থাকছে।
পাঞ্জাব সরকার কারখানার থেকে বের হওয়া ধোঁয়া পরীক্ষা করার জন্য বিশেষ পুলিশ নিয়োগ করেছে বলেও জানান তিনি।